পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

বিনা ডেস্ক
পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, সভায় পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একাধিক সদস্যের সমন্বয়ে অস্থায়ী প্রশাসক দল নিয়োগ দেওয়া হবে।
এদিকে সভায় বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর সংশোধন খসড়ার (২০২৫) অনুমোদন হয়েছে। একইসঙ্গে এই খসড়া কপি উপদেষ্টা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
পরিচালনা পর্ষদে থাকা এক সদস্য বলেন, বাংলাদেশ ব্যাংক অর্ডারের খসড়া যেমনটা ছিল, সেটাই উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে। তবে বোর্ড সদস্যের ক্ষেত্রে দুজন ডেপুটি গভর্নরের স্থানে একজন করা হয়েছে। একইসঙ্গে একটি স্বতন্ত্র পরিচালক পদ বাড়িয়ে ছয়টি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। এই ব্যাংকের সম্ভাব্য নাম হবে 'ইউনাইটেড ইসলামী ব্যাংক'।
জানা গেছে, এই পাঁচ ব্যাংকের ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি হয়ে গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকারই দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা।
এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে।